এনসিটিএফ ময়মনসিংহ এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা-আবৃতি,খেলাধুলা ও মেহেদি উৎসব এর আয়োজন।
১৪ই এপ্রিল রোজ শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে এনসিটিএফ ময়মনসিংহ এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সকাল ১১ ঘটিকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা-আবৃতি,খেলাধুলা ও মেহেদি উৎসব এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টানের এনসিটিএফ ময়মনসিংহের সহ-সভাপতি-রাজন মিয়া সহ কার্যনির্বাহি কমিটির সদস্য,অভিভাবক,এনসিটিএফ ময়মনসিংহ এর জেলা ভলেন্টিয়ার(মেয়ে)- রিফাত আক্তার ও এনসিটিএফ ময়মনসিংহ এর উপদেষ্টা আহাসান উল্লাহ্ রিয়াজ ও শামস আল জাফির উপস্থিত ছিল।অনুষ্টান এর শুরু হয় মেহেদি উৎসব দিয়ে,তারপর কবিতা-আবৃতি,গুপ্তধন উদ্ধার এর আয়োজন করা হয় এবং শেষ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের পুরুস্কার প্রধান করা হয় এবং সবাইকে সান্তনা পুরুস্কার দেয়া হয়।