পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য, সুরে পরিবর্তনের ইঙ্গিত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত এক কর্মিসভায় বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ তাঁর হাতে সভাপতির নিয়োগপত্র তুলে দেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যে কিছুটা ভিন্ন সুরে কথা বলেন। তিনি বলেন, “আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই। মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের যুদ্ধ সেই তরুণের সঙ্গে, যে পাথর ছোড়ে—তার হাতে বই তুলে দিতে চাই। যে তরুণ অস্ত্র তুলে নেয়, তার হাতে কলম তুলে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা চাই, দুর্গাপূজার বিসর্জন ও মহররমের তাজিয়া মিছিল যেন একই দিনে শান্তিপূর্ণভাবে হতে পারে। সমাজে সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকুক।”
তবে শমীক ভট্টাচার্য তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া অবস্থানও জানান। তিনি বলেন, “গত তিন বছরে রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, তার ৯০ শতাংশ মুসলিমদের মধ্যে। তৃণমূল যে সমাজ তৈরি করেছে, সেখানে মারা যাচ্ছে মুসলিম, আবার মারছেও মুসলিম।”
হিন্দুত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “হিন্দুত্ব কোনো সংকীর্ণতা নয়, এটি এক বহমানতা, যার মধ্যে রয়েছে বহুত্ববাদ।”
নতুন সভাপতির বক্তব্যকে ঘিরে রাজনীতিতে প্রতিক্রিয়াও দেখা গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূলের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হতে চায়, কিন্তু বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে তৃণমূলকে সুবিধা দিচ্ছে।”
অন্যদিকে, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর মন্তব্য, “এখন হঠাৎ শমীকের মনে বহুত্ববাদের কথা কীভাবে এলো? তবে কি হিন্দু ভোটের ভরসায় চিড় ধরেছে বিজেপির?”
বিজেপির নতুন নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেমন পরিবর্তন আসে, তা এখন সময়ের অপেক্ষা।