আনিস মিয়া
ময়মনসিংহ
আজ ৪ ফেব্রুয়ারী ২০১৮ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ময়মনসিংহ এর সহযোগিতায় তথ্য অধিকার আইন, ২০০৯ এর প্রচার ও প্রসারের লক্ষ্যে ময়মনসিংহ জিমনেসিয়াম প্রাঙ্গনে ২ ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়। ‘তথ্যই শক্তি – জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলায় ২৫ টি সরকারি প্রতিষ্ঠান এবং ৮ টি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় আগত দর্শনার্থীদের মাঝে তাদের সেবা খাতের তথ্যের ব্যাপক উন্মুক্ততার লক্ষ্যে তথ্য সেবা প্রদান করার জন্য উপস্থিত হয়েছেন। মেলার প্রথম দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন সরকারী কর্মকর্তাগণ জনগণের সেবক তাই দুর্নীতি থেকে মুক্ত থেকে জনগণের সেবায় সকলকে নিয়োজিত থাকার আহ্বান জানান। দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ পৌরসভা তাঁর বক্তব্যে বলেন, তথ্য জানার অধিকার সকলের আর এ অধিকার রক্ষায় প্রয়োজন সকলের সচেতনতা।
বিশেষ অতিথি হিসেবে সভায় আরো উপস্থিত ছিলেন জনাব নাছিমা আক্তার প্রধান শিক্ষক বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সভাটি শুরু করা হয় এবং সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মীর গোলাম মোস্তফা, সহ-সভাপতি, সনাক, ময়মনসিংহ সদর ও আহ্বায়ক, তথ্য মেলা আয়োজক কমিটি, দুর্নীতি প্রতিরোধ ও তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন মোঃ মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার টিআইবি, দুর্নীতি প্রতিরোধে নাগরিক আন্দোলনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন জনাব শরীফুজ্জামান পরাগ, সভাপতি, সনাক, ময়মনসিংহ সদর ।
তথ্য মেলার প্রথম দিনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তিনি তাঁর বক্তব্যে তথ্য মেলা আয়োজনের মাধ্যমে জনগণের অবাধ তথ্য প্রাপ্তি নিশ্চিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ, সনাক সদস্যবৃন্দ, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডসবৃন্দসহ টিআইবি কর্মীগণ।