কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) নতুন করে ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বেসরকারি বিভিন্ন হাসপাতালে রক্ত পরীক্ষা করিয়েছেন ৩৪১ জন, যাদের মধ্যে ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ১৩ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দাউদকান্দিতে মোট ৯ হাজার ৪৪১ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭০ জনের দেহে। গুরুতর অসুস্থ ৩০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামে। সেই থেকেই উপজেলায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। তবে জনসচেতনতার ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।