স্টাফ রিপোর্টার
কবিতা সুন্দরের প্রকাশ, স্বীকার্য সত্যের উপলব্দ্ধি শিল্পের আত্মচরিত। শিল্পের প্রমিত আকাশ মেঘে ডাকা পড়লে মুদ্রিত হয়না শিল্প সমাজ, শিল্পীত জগত তৈরী না হলে মানবিক মূল্যবোধ গুলোর ভালমন্দের সীমানা অনিণীত থেকে যায় শিল্পের অপ্রকাশ চর্চাহীনতায়। চর্চা ছাড়া শিল্পের উন্নতি দূরূহ, চর্চার প্রক্ষেপন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ তাদের স্বপ্নপপিপাসু, তরুণ আবৃত্তি শিল্পীদের অংশগ্রহনে আয়োজন করেছে একক আবৃত্তি সন্ধ্যা ‘ভালোবাসি কবিতা’ গতকাল সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে, রেহানা আক্তার এ্যানির স্বঞ্চালনায়
মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মো: মসরুর হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে
শুরু হয় আবৃত্তি সন্ধ্যা।
স্বাগত বক্তব্যের পরেই শুরু হয় মুক্তধ্বনির তরুণ আবৃত্তি শিল্পীদের শব্দ ও স্বর প্রক্ষেপনের ঝংকার, একে একে
আবৃত্তি পরিবেশন করে দর্শকদের আনন্দিত করে তুলে
শামসুদ্দিন রানা, আশিক আরেফিন, ইমরান হোসাইন, প্রিয়াংকা পাল পিংকি, আহমেদ সাব্বির, শারমিন সরকার
পিংকি আক্তার, আব্দুল্লাহ আল রায়হান, ও নাবিল আহমেদ। তাদের আবৃত্তিতে উঠে এসেছে দর্শকনন্দিত, শ্রুতিমধুর কালজয়ী সব কবিতা।
আবৃত্তির মাঝে মাঝে চলে আমন্ত্রিত অতিথিদের উৎসাহ মূলক বক্তব্য প্রদান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আরিফ চৌধুরী।