আজ ডিম দিবস।সেই উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে ডিম মেলা হওয়ার কথা ছিলো।প্রতি পিস ডিম মাত্র ৩ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমায় ডিম কিনতে।অল্প দামে এই ডিম কিনতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আসে।একজন সর্বোচ্চ ৯০ টি ডিম কিনতে পারতো।
তবে সেখানেই লাগে বিপত্তি।এতো ভিড় সামাল দিতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেন।
পুলিশ জানায় যে,চাহিদার তুলনায় মানুষ বেশী হওয়ায় সমস্যা সৃষ্টি হয়। তাই পরিস্থিতি সামাল দিতে তাদেরকে এই লাঠিচার্জ করতে হয়।পরে এই মেলা বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ।