মশিউর হক তানজিল
টাংগাইলে সদর উপজেলায় মগড়া ইউনিয়নের রাঘব কররা গ্রামের বানভাসি মানুষের মাঝে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে আজ ত্রাণবিতরণ করা হয়েছে। বন্যার কারণেরাঘব কররা গ্রামের প্রায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। আজ সেই সব বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণবিতরন করা হয়। পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্রামের ৬০ টি পরিবারকে চাল, দুধ, চিনি, সেমাই,পিয়াজ, তেল, ডাল, সাবান, চিড়াইত্যাদি প্রদান করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাংগাইল এর প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মোসলেম উদ্দিন, সহকারী শিক্ষক জনাব মোঃ শাহীন আল মামুন, জনাব ফরিদ আহমেদ, জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিঞা, জনাব মোঃ আব্দুল মতিন, জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব ফারুক হোসেনসহ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের ব্যাক্তিগত সহায়তার মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।