গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের যৌথ দল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, যে ড্রেনে পড়ে যান ফারিয়া, সেটির পানির প্রবাহ শেষ পর্যন্ত শালিকচূড়া বিলে গিয়ে পড়ে। সেখানেই উদ্ধার অভিযান চালিয়ে তাঁর মরদেহ পাওয়া যায়।
ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গার সদর উপজেলার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন। পেশায় ছিলেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনটির কোনো ঢাকনা ছিল না, ছিল না কোনো সতর্কতামূলক চিহ্নও। গত রোববার রাতে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি ওই ড্রেনে পড়ে যান। পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এরপর গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, খোলা ড্রেনটি দীর্ঘদিন ধরে এভাবেই ছিল, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাঁদের দাবি, সিটি করপোরেশন ও বিআরটি প্রকল্পের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নারীর বড় ভাই মো. শোভন জানান, বোনের মোবাইল বন্ধ থাকায় তাঁরা বিভিন্নভাবে খোঁজ করতে থাকেন। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে বোনের জুতা দেখে বিষয়টি নিশ্চিত হন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।