বদরুল ইসলাম
বরগুনায় উন্নয়ন কনসার্টে আসছেন জেমস্, দলছুট, মেহরীন্ ও পুলক।
বরগুনার ওলিগলিতে, হাটবাজারে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, আড্ডায় এখন একটা কথাই মানুষের মুখেমুখে। আর তা হলো, জেমস আইবে বোলে ! আর হ্যাঁ, প্রথম বারের মতো বরগুনায় আসছেন নগর বাউল জেমস্।
তারুণ্যের দুর্বার উদ্যম নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলছে নতুন শক্তির বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা উদযাপন করতে দেশ সেরা শিল্পীদের নিয়ে, ১৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার, দুপুর ০২ টা ৩০ মিনিটে বরগুনার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট।
উক্ত উন্নয়ন কনসার্টে বরগুনার মানুষের মন মাতাতে আসছেন জেমস্, দলছুট, মেহরীন্ ও পুলক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ এর পৃষ্ঠপোষকতায় উন্নয়ন কনসার্টটি অনুষ্ঠিত হবে।
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এমন বিষয়কে সামনে রেখে এই উন্নয়ন কনসার্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেশ কিছু দিন ধরেই বরগুনার মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই উন্নয়ন কনসার্ট নিয়ে পোস্ট লক্ষ্য করা যাচ্ছে। আবার কেউ কেউ ওয়ালে লিখছেন, গুরু আসছেন বরগুনায় !