মো: হামজার রহমান শামীম:
বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা ও পরিচালনায় ২৩ মার্চ সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭টি উপজেলার মোট ২৪ জন স্কাউট অংশগ্রহন করে। সমাজ উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরুপ এ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে বাংলাদেশ স্কাউটস।
মূল্যায়নকারী হিসেবে ইঞ্জিনিয়ার আবু সাইদ, উডব্যাজার, এবং বাংলাদেশ স্কাউটস, জামালপুর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতা করেছেন বাংলাদেশ স্কাউটস, জামালপুর জেলা রোভারের সম্মানীত সম্পাদক স্কাউটার কমল কান্তি গোপ ও উপজেলা স্কাউট লিডার স্কাউটার জিয়াউল হক।
মূল্যায়নে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেয়া হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের আমিনুর রহমান খান ডেনে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেয়া হয়।