মুক্তাগাছায় প্রায় দুই কোটি টাকা ব্যায়ে পৌর বাস টার্মিনাল থাকলেও তা এখন খালিই পরে আছে।এবং শহড়ের প্রান কেন্দ্রে গড়ে উঠেছে অবৈধ্য বাসস্ট্যান্ড। এতে সব সময় শহড়ে যানজট লেগেই থাকে
প্রশাসনের থেকে জনগন কে আশ্বাস দিয়েছিলো রাস্তার কাজ সম্পূর্ন হলে নিয়মিত পৌরবাস টার্মিনাল টি চালু হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
রাস্তার কাজ শেষ কিন্তু পৌর বাস টার্মিনাল চালুর কোন পদক্ষেপ নেই।পৌর বাস টার্মিনাল এখনো গেরেজ মালিক দের দখলেই আছে,
তাই প্রশাসনের কাজে জনগনের দাবী পৌরবাস টার্মিনাল দ্রুত চালু করার পদক্ষেপ গ্রহন করা হোক।