নাছির উদ্দীন
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” — এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৯ জুলাই, সোমবার সকাল ৯.০০ টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি সার্কিট হাউসে এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এতে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বার্তা সবার উদ্দেশ্য প্রেরণ করা হয়। জনসচেতনতামূলক এই র্যালিটির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান পিপিএম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের স্কাউট, রোভার স্কাউট, গার্ল ইন রোভার, রেঞ্জার দল, রেড ক্রিসেন্ট দল, ফায়ার সার্ভিস কর্মী, আনসার বাহিনী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।