নাছির উদ্দীন
শুধু কি চিন্তা করলেই হবে । নাকি চিন্তা থেকেই নতুন কোনো কিছু উদ্ভাবন করব। হ্যাঁ, ছাত্রছাত্রীদের চিন্তা থেকে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনকে সবার সামনে তুলে ধরার জন্য প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বিজ্ঞান মেলা।
উক্ত মেলায় কলেজের সকল ছাত্রছাত্রীদের উদ্ভাবনকৃত নতুন নতুন প্রযুক্তিগুলো সবার সামনে উপস্থাপনের মাধ্যমে তারা তাদের প্রযুক্তি জ্ঞানকে সবার সামনে উপস্থাপন করার যেমন সুযোগ পাচ্ছে তেমনি তারা নিজেদেরকে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার সম্পর্কেও অবগত হতে পারছে। যার ফলে তারা নিজেদের মেধাকে ব্যবহারিক ভাবে চিন্তা করে একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে।
তাদের এই উদ্ভাবনকৃত বিভিন্ন প্রযুক্তি দেখার জন্য স্কুল শাখা থেকে অনার্স শাখার ছাত্রছাত্রীরা ভিড় জমায় কলেজ অডিটোরিয়ামে।