প্রেস বিজ্ঞপ্তি
বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের বিখ্যাত সাংস্কৃতিক জগতের প্রতিষ্ঠান — বোধন আবৃত্তি পরিষদ রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছে।।
আগামী ১০ই মে শুক্রবার সকাল ১০টায় নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে আবৃত্তি, গানসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
আর এতে কবিগুরু রবীন্দ্রনাথের জীবনী ও শিল্প-সাহিত্য নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত।
আর উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সংস্কৃতি কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ।