ইভান পাল
চট্টগ্রাম জেলা একাডেমিতে বঙ্গবন্ধুকে নিয়ে আজ (৪ঠা আগষ্ট) থেকে শুরু হচ্ছে দুদিন ব্যাপি আবৃত্তি উৎসবের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার, বাংলার মানুষের মুক্তির প্রধান মানুষ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতার প্রতি অগাধ ভালোবাসা, সন্মান আর শ্রদ্ধা জানিয়ে এবার চট্টগ্রামে সম্মিলিতভাবে আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদন করে আয়োজন করা হয়েছে দুদিনের এই আবৃত্তি উৎসবের। আর এতে চট্টগ্রামের ৩৫টি আবৃত্তি সংগঠন অংশগ্রহণ করবে।
নগরীর জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আজ ও আগামীকাল ( ৪ ও ৫ আগষ্ট) দুদিনের এই আবৃত্তি উৎসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করবেন অনুষ্ঠানে আগত শিল্পীরা।
জাতির পিতার প্রতি এই নিবেদনে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।