যেকোন সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে জানিয়ে অতীতের মতলববাজদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুরে সাতকানিয়া উপজেলার বাজালিয়া সার্বজনীন দূর্গা মন্দিরে পূজা পরিদর্শন ও বস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐকমত্য গড়ে তুলতে পারলেই দেশের শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পাবে উল্লেখ করে ব্যারিস্টার বিপ্লব বলেন, দেশে ক্রান্তিলঘ্নে সবধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এ দেশকে রক্ষা করেছেন। তাই এদেশে জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে সকলে যার যার অধিকার নিয়েই বসবাস করবেন এবং তাদের ধর্মকর্ম পালন করবে। দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়ার বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বস্ত্র বিতরণ করেন।
এসময় তাঁর সাথে চিত্রনায়ক ফেরদৌস, একুশে টিভির বার্তা সম্পাদক রঞ্জন সেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।