ইভান পাল
গত ২৯শে এপ্রিল চট্টগ্রাম জেলার জাকির হোসাইন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গনে এক আনন্দমুখর পরিবেশে অনুষ্টিত হয়ে গেল লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর অধীন লিও জেলা ৩১৫ বি-৪ এর ২১তম বার্ষিক সন্মেলন।
এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫ বি~৪ এর সভাপতি “লিও সাইফুল করিম আরিফ”।।
আর এই সন্মেলন অনুষ্ঠানের উদ্ধোধন করেন লায়ন্স জেলার সদ্য প্রাক্তন গভর্নর “লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ”।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান জেলা গভর্নর “লায়ন মঞ্জুর আলম মঞ্জু পিএমজেএফ”। আর উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন কাজী আকরামুদ্দিন আহমেদ পিএমজেএফ(সাবেক সভাপতি, এফবিসিসিআই)।
এছাড়াও উক্ত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ২০১৮-১৯ সেবাবর্ষের জন্য নব নির্বাচিত লায়ন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী এমজেএফ (ইলেক্ট),১ম জেলা ভাইস গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ (ইলেক্ট) এবং ২য় জেলা ভাইস গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য এমজেএফ (ইলেক্ট)।
আন্তর্জাতিক এই সেবা সংগঠনটির নিয়মিত বার্ষিক এই সন্মেলন অনুষ্ঠানে লিও জেলা ৩১৫ বি~৪ এর দায়িত্বপ্রাপ্ত সকল লিও বৃন্দকে সন্মাননা প্রদান করা হয়। সেই সাথে ২০১৭-১৮ সেবা বর্ষে কাজ এবং দক্ষতার বিচারে এই জেলার বিভিন্ন ক্লাবের সেরা লিও দের বেস্ট লিও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এছাড়াও এপ্রিসিয়েশন এওয়ার্ড এবং ২০১৭-১৮ সেবা বছরে বিভিন্ন কর্মকান্ডের উপর ভিত্তি করে জেলার শ্রেষ্ট ১০টি ক্লাবকে সংবর্ধনা প্রদান করা হয়।।
আর সেই সাথে উক্ত সম্মেলনেই ঘোষণা করা হয় ২০১৮-১৯ সেবাবর্ষের জন্য লিও জেলা কমিটির সদস্যদের নাম। ২০১৮-১৯ সেবা বর্ষের জন্য ৩১৫-বি৪’র সভাপতি হিসেবে লিও আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে লিও শাহরিয়ার ইকবাল, সচিব মেহেদী হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে লিও এইচএম হাকিমের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিত লায়ন্স গভর্নর, সাবেক ও সদ্য জেলা গর্ভনর, ভাইস গভর্নরবৃন্দ সহ লায়ন্স অতিথি বৃন্দ এবং লিও জেলার বর্তমান সভাপতি ও নব নিবার্চিত সভাপতি তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এবং সবশেষে এক সুন্দর প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২৯শে এপ্রিল সকাল থেকে আকাশ মেঘাছন্ন থাকলে ও দুপুর থেকে প্রচন্ড ঝড়ো হাওয়া ও কাল বৈশাখীর তান্ডব শুরু হয়। এই কাল বৈশাখীর তান্ডব চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। তো, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে ও লিও জেলার এই বার্ষিক সন্মেলন অনুষ্ঠানটিকে আয়োজক কমিটি অত্যন্ত সুন্দর ও সুনিপুণ ভাবে সম্পন্ন করতে সক্ষম হন।।