মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা :
বিদ্যালয় গমনোপযোগী শিশুর ভর্তি নিশ্চিতকরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণে সভা মা সমাবেশ গাইবান্ধা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে গাইবান্ধা সদরে স্বাধীনতা প্রাঙ্গনে গত (৬ এপ্রিল) শুক্রবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
সমাবেশর সঞ্চালনা করেন জেলা প্রাথমিক ও গণশিক্ষা অফিসার আমিনুল ইসলাম। এসময় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক -শিক্ষিকাসহ জেলায় প্রাথমিক শিক্ষায় অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের মা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।