মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ
জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির নবনির্বাচিত সদস্যরা গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে সৌজন্য সাক্ষাত ও বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দের অগ্রীম শুভেচ্ছা বিনিময় করেন।
গত (১২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ সদস্যরা শিশুবান্ধব সম্মানিত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও জেলা প্রশাসকের হাতে এনসিটিএফ গাইবান্ধা এর মুখপত্র “শিশু ভাবনা” এর কপি সহ এনসিটিএফ সহায়িকা ও নববর্ষের শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক এনসিটিএফ গাইবান্ধা এর মুখপত্র প্রকাশনায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং মাঠ পর্যায়ে শিশু অধিকার মনিটরিং এর বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এনসিটিএফ সদস্যরা। এছাড়াও এনসিটিএফ মুখপত্র “শিশু ভাবনা” এর কপি, এনসিটিএফ সহায়িকা ও নববর্ষের শুভেচ্ছা কার্ড প্রদান করে এনসিটিএফ সদস্যরা।
এ সময় শিশু বান্ধব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিশুদের দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত কভার খাতা উপহার দেন।
এছাড়াও এনসিটিএফ সদস্যরা গাইবান্ধার নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়ার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এনসিটিএফ সদস্যরা এসময় পুলিশ সুপারকে এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং তাকে এনসিটিএফ এর মুখপত্র “শিশু ভাবনা” এর কপি, এনসিটিএফ সহায়িকা ও নববর্ষের শুভেচ্ছা কার্ড প্রদান করেন
এ সময় পুলিশ সুপার শিশু অধিকার বাস্তবায়নসহ বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচিতে জেলা পুলিশের সাথে এনসিটিএফ সদস্যদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী ক্যাম্পেইন এ জেলা পুলিশের সাথে কাজ করবে বলে জানায় এনসিটিএফ সদস্যরা।
সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি মশিউর সহ-সভাপতি তাসকিনা জামান তমা, সাধারন সম্পাদক মেহেদী হাসান অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক সামানীয়া জান্নতী রাইয়ান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, শিশু গবেষক সিরাজ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ মেহেদী হাসান সহ এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।