খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনিমা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। শিশুটির বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, দীর্ঘদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত অনিমা নানা জটিলতা নিয়ে ৫ জুলাই সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার সাড়ে তিন ঘণ্টার মধ্যেই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
চ্যানেল আগামী জানতে পেরেছে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর বিভাগে এখন পর্যন্ত ৪৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭০ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ৫৬ জন। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জনসচেতনতা বাড়ানো ও মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।