রাশেদুল ইসলাম :
সংগঠনের সদস্য ও ক্যাম্পাস প্রতিনিধিদের দক্ষতা ও যোগাযোগ উন্নয়ন বিষয়ক নিয়মিত মাসিক স্কিল ডেভেলাপমেন্ট সেশনের অংশ হিসেবে Accelerate : Secrets of a successful career অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ই ডিসেম্বর, শুক্রবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের খুলশীস্থ খুলশী ক্লাব লিমিটেডের মিলনায়তনে এই সেশনটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি ফয়সাল মাহমুদের সভাপতিত্বে উক্ত সেশন পরিচালনা করেন আরজেএম ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ম্যাপ সুজ’র সাবেক নির্বাহী পরিচালক জসিম আহমেদ।
সেশনে জসিম আহমেদ একটি সফল ক্যারিয়ার গঠনের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পরিশ্রম ও একাগ্রতার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে ক্যারিয়ার ৩৬০ এর বোর্ড চেয়ারম্যান জুনায়েদ ইসদানি রবিন ও সভাপতি ফয়সাল মাহমুদ সেশন পরিচালনাকারী জসিম আহমেদকে সংগঠন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।