নাজমুল হোসেন,বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের কাঁচা রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। প্রায় ১৫০০ লোক বসবাস করে এই গ্রামে। গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, বহুমুখি ক্লাব, বিভিন্ন সংগঠন, মসজিদ -মন্দির সহ নানান স্থাপনা। তবে দূরভাগ্যের কোনো শেষ নেই। শুধু তাই নয় গ্রামটিকে কেন্দ্র করে গড়ে ওঠেছে হাট-বাজার, মার্কেট, ক্লষ ষ্টোর সহ অনেক স্থাপনা। এছাড়াও গ্রামের লোকসংখ্যার প্রায় অধিকাংশ লোকই শিক্ষিত। এদিকে বহুলোক বিভিন্ন পেশায় দেশ ও দেশের বাহিরে নিয়োজিত আছেন। গ্রামটি এত উন্নত হওয়া সত্বেও সামান্য বৃষ্টিতে জনদূভোগ লেগেই থাকে। ফলে বন্ধ হয়ে যায় ব্যবসায়-বানিজ্য সহ নানামুখি কাজ।

রাস্তার এমন বেহাল অবস্থার ফলে ছেলে-মেয়েরা ঠিকভাবে স্কুলে যেতে পারে না বলে অভিযোগ করে অভিভাবকরা। পঞ্চম শ্রেনীর শাকিব বলে, অনেক সময় কাদায় বই পেরে যায়। নিয়মিত স্কুলে যেতে পারি না রাস্তা পানি বেধে থাকে। ফলে লেখাপড়ায় পিছিয়ে পরচ্ছি। কেউ গুরুতর অসুস্থ্য হলে তাড়াতাড়ি ডাক্তারের নিকট নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে অভিযোগ করে স্থানীওরা। রাস্তা ফলে জনদূভোগ প্রকট আকার ধারন করে। এ রাস্তার সংকারের কথা কাগজে কলমে লেখা থাকলেও তার সুফল আজও পায়নি ভুক্তভোগী জনগণ। গ্রামের সকলে এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আর্কষন করে স্থানীয়রা।