মাহমুদুল হাসান
কিশোরগঞ্জের হোসেনপুরে ২০০পিস ইয়াবাসহ মো. রতন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হোসেনপুর উপজেলার ছুম্মার বাজারের সিরাজুদ্দীন মার্কেট সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই রোকনুজ্জামান ও এএসআই এনামুল এই আটক অভিযানের নেতৃত্ব দেন।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. রতন মিয়া হোসেনপুর পৌরসভার কাইদমা এলাকার মৃত বাবু বেপারীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ২০০পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মো. রতন মিয়ার বিরুদ্ধে এসআই রোকনুজ্জামান বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(কিশোরগঞ্জ প্রতিনিধি)