–মাহমুদুলু হাসান
কিশোরগঞ্জে আলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছর এবং ওমর সিদ্দিক ও ওবায়দুল্লাহ নামে দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ তাদের এই দণ্ডাদেশ দেন। এর আগে সকাল ৭টার দিকে সদর উপজেলার গাগলাইল গ্রামে মাদক ব্যবসায়ী আলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নূরুল আলম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি পুলিশের সহায়তার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদসহ গাগলাইল গ্রামে মাদক ব্যবসায়ী আলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আলাল মিয়া, যশোদল মধ্যপাড়ার ওমর সিদ্দিক ও যশোদল দামপাটুলি গ্রামের ওবায়দুল্লাহকে আটক করেন। এসময় চার পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আলাল মিয়া মাদক ব্যবসায়ী হলেও অন্য দু’জন মাদকসেবী।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক আবু তাহের মো. সাঈদ মাদক ব্যবসায়ী আলাল মিয়াকে এক বছর ও দুই মাদকসেবী ওমর সিদ্দিক ও ওবায়দুল্লাহ প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
(কিশোরগঞ্জ প্রতিনিধি)