মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুতে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১
গত সোমবার র্যাবের অভিযানে কাহালুর ফকিরপাড়া এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ শাহানুর (২৮) নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। শাহানুর নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিলাসবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র। কাহালু থানার এস আই আঃ রহিম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কাহালুতে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কাহালু উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ ও সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান ও কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর রাম চন্দ্র মহন্ত,¡ উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মোমিন, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আলী সুমন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলম, পৌর মৎস্য জীবি দলের সভাপতি মিলন হোসেন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর তাঁতীদলের সভাপতি হযরত আলী, ছাত্রদলনেতা আজিজুল হাকিম, হাবিব সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।