মনোরম পরিবেশ ও ঐতিহ্যবাহী মুক্তাগাছায় অবস্থিত আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র এখন কাব স্কাউট শিশুদের কলকাকলীতে মুখরিত।আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মাঠে গতকাল সকালে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থান থেকে কাব স্কাউটরা তাদের কাব স্কাউট শিক্ষকদের সাথে এসে পৌছয় ।
২৩ অক্টোবর ২০১৯ বুধবার বিকাল ৪.০০ টায় বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের সভাপতি প্রফেসর ড. গাজী হাসান কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী ,সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় জনাব কে এম খালিদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাতীয় কমিশনার (প্রকল্প) বাংলাদেশ স্কাউটস ও অতিরক্তি সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব মোঃ মোহসিন, ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, ক্যাম্পুরী চিফ জনাব আবু নুর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, আঞ্চলিক উপ কমিশনার (সংগঠন), বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবর্ণা সরকার প্রমূখ ।
ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা, এই মিলনমেলায় অংশগ্রহণ করে কাব স্কাউটরা খেলাচ্ছলে শিক্ষা গ্রহণ করে থাকে। বাংলাদেশ স্কাউটস দেশের প্রাথমিক বিদ্যালয়গামী ছয় থেকে এগার বছর বয়সী বালক-বালিকাদের কাব স্কাউটিং এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সেবার মন্ত্রে দীক্ষা, ন্যায়পরায়নতা, মানবতা এবং মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে সুনাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এই কাব ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য “আমাদের দেশ, আমরাই গড়বো” যা অত্যন্ত সময়োপযোগী।
এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ পাবে, যা আনন্দ নামে অভিহিত করা হয়েছে।
এই প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে একজন কাব স্কাউট নিজের অভ্যন্তরে লুকিয়ে থাকা দক্ষতা ও সামর্থ সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে এবং একই সাথে খেলার ছলে সে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এগিয়ে যাবে জীবনের সফলতার দিকে।