আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি আরো জোরালো হয়েছে। অতীতে অনেক সাম্প্রদায়িক সংকট দেখা দিলেও আওয়ামীলীগ সরকারের সুশাসনের কারণে সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলো বর্তমানে সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে পরিণত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির বিজয়া পুনর্মিলনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সরকার সজাগ আছে জানিয়ে তিনি আরো বলেন, অতীতের মত অপশক্তি যেন মাথা তুলে আর দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে কাঞ্চনা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হওয়া বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে আরো ছিল নৃত্য, সংগীত, জাদুসহ নানা আয়োজন।