২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আজ বুধবার (২৯ জুলাই) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচটি জেলার ২৯০টি কলেজে এবার ১ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই আসনসংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। আর চট্টগ্রাম নগরের কলেজগুলোতে রয়েছে প্রায় ৫১ হাজার ৫০০টি আসন।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অন্তর্গত এসব কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী। শিক্ষা বোর্ড সূত্র জানায়, চট্টগ্রামের কিছু কলেজ আসন বৃদ্ধির জন্য আবেদন করেছে, তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রামের সরকারি কলেজগুলোতে সাধারণত শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পছন্দের তালিকায় চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও সরকারি কমার্স কলেজ রয়েছে শীর্ষে।
চট্টগ্রাম কলেজে মোট আসন ১ হাজার ৪০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৬০ ও মানবিক বিভাগে ৩৮০টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগে আবেদনের যোগ্যতা জিপিএ-৫ এবং মানবিকে সর্বনিম্ন জিপিএ-৪।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগে ৬৬০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১৫ এবং মানবিক বিভাগে ৪৫০টি আসন রয়েছে। সরকারি সিটি কলেজে দিবা শাখায় ১ হাজার ৬০০ এবং নৈশ শাখায় ৮০০ আসন রয়েছে।
ছাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এখানে মোট আসন ১ হাজার ৪০০টি। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০০টি করে এবং মানবিক বিভাগে ৪০০টি আসন রয়েছে।
বেসরকারি কলেজগুলোর মধ্যে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে আসন ৯০০ এবং আগ্রাবাদ মহিলা কলেজে আসন ১ হাজার ৩২৫টি।
নগরের বাইরের উপজেলাগুলোতেও শিক্ষার্থীদের মধ্যে সরকারি কলেজগুলোতে ভর্তির আগ্রহ রয়েছে। বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজে আসন রয়েছে ১ হাজার ৫০০ করে। হাটহাজারী সরকারি কলেজে আসন ১ হাজার ৫৬০ এবং বাঁশখালী ও রাঙ্গুনিয়া সরকারি কলেজে ৯৫০টি করে।
পটিয়া সরকারি কলেজে ১ হাজার ২৫০, রাউজান সরকারি কলেজে ১ হাজার ৫০, নিজামপুর সরকারি কলেজে ১ হাজার ২২৫, গাছবাড়ীয়া সরকারি কলেজে ১ হাজার ৩৫০, ফটিকছড়ি সরকারি কলেজে ১ হাজার, চুনতি সরকারি মহিলা কলেজে ৭০০ এবং সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে আসন রয়েছে ৬৫০টি।
ভর্তির আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০ আগস্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে ভর্তির চূড়ান্ত কার্যক্রম চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।