

ঈদের আনন্দ হোক, গরীব দুঃখী সবার জন্ এই শ্লোগানকে সামনে রেখে ভালুকায় এতিম,বিদবা,প্রতিবন্ধী সহ ৬০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ
সামগ্রী বিতরন করেছে ‘স্বপ্নকূঁড়ি আইডিয়াল
স্কুল’ নামের একটি প্রতিষ্ঠান।
বুধবার সকালে ভালুকা উপজেলার বর্তা গ্রামে
স্বপ্নকূঁড়ি আইডিয়াল স্কুল মাঠে গরীব ও
দুঃখীদের মাঝে ঈদ বাজার হিসেবে সেমাই,
চিনি, চাল, তেল,সাবান, নারিকেল বিতরন করা হয়।
এসময় স্বপ্নকূঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও
স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়‘র যুগ্ম আহবায়ক
রফিকুল ইসলাম রিটন এর সভাপতিত্বে উপস্থিত
ছিলেন অভ্যুদয়‘র আহবায়ক আসাদুজ্জামান সুমন,
যুগ্ম আহবায়ক ডাঃ রেজাউল করিম অপু।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, রুমান ভূ্ঁইয়া,আলমগির হোসাইন, রাশেন রানা, উজ্জল
বর্মন, সাবনাজ আক্তার, সাগরিকা।
এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,
মোকছেদুর রহমান মামুন সরকার, তুলি রায়,ইমন তালুকদার সাগর, আল-মাহমুদ পিয়াস, তুরা
রায়, নাঈম আহাম্মেদ, শাখাওয়াত সুমন, জাহিদুল
ইসলাম জিনু সহ টেলেন্টেড বয়েজের সদস্যরা। ঈদ
সামগ্রী পেয়ে উপস্থিত গরীব দুখিদের চোখে
মুখে আনন্দের হাসি দেখা যায়।