রাশেদুল ইসলাম:
দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড শৈত্যপ্রবাহে আক্রান্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজধানী ঢাকার সামাজিক সংগঠন ইয়ং ইনোভেটরস বাংলাদেশের সদস্যরা। গত ১২ই জানুয়ারি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার প্রায় ৭৫ জন চিহ্নিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল দান করেছে সংগঠনটি। সংগঠনটির উদ্যোক্তা আরাফাত তপু বলেন, “আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে দেশব্যাপী কাজ করতে চাই। এর জন্য প্রয়োজন সমাজকে পরিবর্তনে তরুণদের আত্মনিয়োগ ও সদিচ্ছা।”
তিনি আরো বলেন, “সদ্য প্রতিষ্ঠিত এই সংগঠনটি একটি লাইব্রেরী প্রজেক্টও পরিচালনা করে যার মূখ্য উদ্দেশ্য সদস্যদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে তা প্রয়োগ ঘটানো। এছাড়াও সংগঠনটি শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনী দক্ষতা নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো প্রান্ত হতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইচ্ছুক শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্যপদ গ্রহণের মাধ্যমে কাজ ও নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।”