রাশেদুল ইসলাম :
আজ ২৩শে এপ্রিল বন্দরনগরী চট্টগ্রামের মুরাদপুরস্থ চট্টগ্রাম শিক্ষাবোর্ড সংলগ্ন চৌধুরী সেন্টারে অবস্থিত আইটি বিষয়ক স্বনামধন্য শিক্ষা ও সেবাভিত্তিক প্রতিষ্ঠান অ্যাফেবল টেকনোলোজিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম সায়েন্স এন্ড টেকনোলজি ইনিস্টিটিউট (সিএসটিআই) এর ২য় ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান।
অ্যাফেবল টেকনোলজির পক্ষে কোর্স কো-অর্ডিনেটর ও প্রতিষ্ঠানের সিনিয়র এন্ড্রয়েড অ্যাপ ডেভেলাপার ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ অনিকের সভাপতিত্বে ও জুনিয়র ওয়েব ডেভেলাপার আতিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনিস্টিটিউটের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল ইসলাম রানা ও সিএসটিআই’র শিক্ষক মোঃ নাজমুল হোসাইন।
সমাপনী অনুষ্ঠানে অ্যাফেবল টেকনোলোজি ও চট্টগ্রাম সায়েন্স এন্ড টেকনোলজি ইনিস্টিটিউট (সিএসটিআই) এর প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত এই কোর্সের শিক্ষার্থীদের মধ্য থেকে সার্বিক দক্ষতা বিচারে মোঃ রুবেল আমিন কে “বেস্ট পারফমার” হিসেবে ঘোষণা করে তার হাতে স্মারক উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য,২০১৭ সালে অ্যাফেবল টেকনোলোজি ও চট্টগ্রাম সায়েন্স এন্ড টেকনোলজি ইনিস্টিটিউট (সিএসটিআই) এক সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম সেমিস্টারে অধ্যয়নরতদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সার্বিক তত্ত্বাবধান এবং প্রশিক্ষণের দায়িত্ব নেয় অ্যাফেবল টেকনোলোজি।