এম.এস.রিয়াদ (বরগুনা) 
“চাই স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনে করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি’র সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া তাছনিম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা সুলতানা মুন্নী । সনাক সদস্য আলহাজ্ব আঃ রব ফকিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সনাক সদস্য সাংবাদিক মনির হোসেন কামাল। সভায় তথ্য অধিকার আইনের উপরে জোর অরোপ করে বাংলাদেশ সরকারের এই আইনটি বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সভার প্রধান অতিথি।