রাশেদুল ইসলাম
“Do it yourself” এই স্লোগানে উৎসবমুখর পরিবেশে আজ ১৬ই মার্চ বন্দরনগরী চট্টগ্রামের জাকির হোসেন রোডস্থ দক্ষিণ খুলশীতে অবস্থিত সামাজিক সংগঠন ইউথ’স ভয়েস চট্টগ্রাম বিভাগীয় অফিসে অনুষ্ঠিত হয়ে গেলো উক্ত সংগঠনের নবীন সদস্য পরিচিতি সভা।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় সভাপতি মোহাম্মফ শরীফ সরোয়ারের সভাপতিত্বে পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সহসভাপতি রাকিব হাসান,সাধারণ সম্পাদক আদনান আলী খান,কোষাধ্যক্ষ নাভিদ আল করিম,যুগ্ম সম্পাদক নাসরিন জাহান,সিনিয়র সদস্য আসরার জিসান,তাহমিদ রহমান,সাধারণ সদস্য সাকিবুল হাসান ও তাজরিয়ান জাহান তানজু।
পরিচিতি সভায় বিভাগীয় সভাপতি সংগঠনের গঠনতন্ত্র ও বিভাগীয় নির্বাহী সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। সংগঠনের সাথে যুক্ত হওয়া সকল নবীন সদস্যবৃন্দের প্রতি আগামী কার্যক্রমগুলোতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত আহবান জানান তিনি।
গত ৩রা হতে ১০ই মার্চ এক সপ্তাহব্যাপী সংগঠনের যোগদান করতে ইচ্ছুক প্রায় ৩০০ প্রার্থী হতে বিভিন্ন যোগ্যতা ও দক্ষতার বিচারে ২৯ জনকে নির্বাচিত করা হয়। পরিচিতি সভায় ১৫ জনকে ক্যাম্পাসভিত্তিক ও বাকিদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব বন্টন করে দেয়া হয়
উল্লেখ্য,ইউথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সামাজিক সংগঠন ইউথ’স ভয়েস ২০১২ সালে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর হতে তারা একের পর এক সামাজিক কর্মসূচীর মাধ্যমে তাদের এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত বজায় রেখেছে। যার মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদান বিষয়ক কর্মসূচী “প্রজেক্ট মায়া”,পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও ঈদবস্ত্র বিতরণ বিষয়ক কর্মসূচী “প্রজেক্ট চনাপিয়াজু”,তীব্র শীতে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিষয়ক কর্মসূচী “ফাইট এগেইনস্ট উইন্টার” উল্লেখযোগ্য। সংগঠনটি ২০১৫ সালে সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য ইয়ং বাংলা পুরস্কারের জন্য মধ্যে মনোনীত হয়।