রাশেদুল ইসলাম
ঈদের খুশি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সমানভাবে ভাগ করে নেয়ার লক্ষ্যে “Give Back” শিরোনামে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো ইউথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউথ’স ভয়েস’র বার্ষিক ইফতার আয়োজন ও ঈদবস্ত্র বিতরণ বিষয়ক কর্মসূচী “প্রজেক্ট চনা পিয়াজু (পিসিপি)” (সিজন ৭)।
গত ৯ই জুন শনিবার নগরীর মুরাদপুরস্থ এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে এক উৎসবমুখর পরিবেশে উক্ত সংগঠন কর্তৃক পরিচালিত প্রজেক্ট মায়া’র শিক্ষার্থী,নগর আলো,বর্ণের হাতেখড়ি ও মানবিক স্কুলের চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে টানা ৭ম বছরের মতো ইফতার ও তাদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এফএনএফ ফটোগ্রাফি’র সহযোগিতায় আয়োজিত সংগঠনের জনপ্রিয় উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সদস্যদের পাশাপাশি অনলাইনে রেজিস্ট্রেশনকৃত স্বেচ্ছাসেবকবৃন্দও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের একটি আনন্দদায়ক দিন উপহার দেয়ার লক্ষ্যে পুরো কনভেনশন সেন্টার শিশুদের জন্য আকর্ষণীয় করে তৈরি করা হয়। এতে শিশুদের জন্য বিভিন্ন খেলা,ফটোশুট ও মিষ্টি খাবারের আয়োজন করা হয় এবং ইফতার শেষে অংশগ্রহণকৃত সকল স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য,২০১২ সালে ইউথ’স ভয়েস প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও উক্ত সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার ও তাদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে।