রাশেদুল ইসলাম||
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে “আমার দেশ, আমার ভাবনা” এই শিরোনামে বন্দরনগরী চট্টগ্রামের বিতর্কভিত্তিক সংগঠন “দৃষ্টি চট্টগ্রাম” এর আয়োজনে ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেলো তারুণ্যের সংলাপ।
আজ ২৪শে নভেম্বর নগরীর মেহেদীবাগস্থ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দৈনিক আজাদী’র যুগ্ম সম্পাদক ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী (পিএমজেএফ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আশিক ইমরান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ড. নেসারুল উদ্দীন মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বিশিষ্ট বিতার্কিক প্রশান্ত ভূষণ বড়ুয়া।
জনপ্রতিনিধিদের কাছে নিজেদের প্রত্যাশা ও ভাবনাগুলো পৌছে দেয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত এই সংলাপে লিও জেলা পরিষদ ৩১৫ বি৪’র অধীন ক্লাবসমূহ, তারুণ্যের উচ্ছ্বাস, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সার্দান ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, ইউএসটিসি এফসেট ডিবেট ক্লাব, ইস্ট ডেল্টা ডিবেট ক্লাব, সরকারি কমার্স কলেজ ডিবেট ক্লাব, ইউএসটিসি ফার্মেসী ডিবেট ক্লাব, পোর্ট সিটি ডিবেট ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেট ক্লাব, আইআইইউসি ডিবেটর্স কম্যুনিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এফবিডিএ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ ডিবেট ক্লাব, বাওয়া স্কুল ডিবেট ক্লাব, খাস্তগীর স্কুল ডিবেট ক্লাব, ড্রিম ফাউন্ডেশন ও সানশাইন গ্রামার স্কুল মডেল ইউনাইটেড নেশন্স ক্লাব সহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।