নাসির উদ্দিন
আজ ১লা জুন, শনিবার সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামের নিউ মার্কেট রেলস্টেশনে ‘আপন আলো ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত হল “সবার জন্য ঈদ আনন্দ” সিজন -২।
সবাই যেন ঈদে নতুন কাপড় পড়তে পারে, ঈদের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য তাদের এই আয়োজন। এই আয়োজনে প্রায় ১০০ পথশিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। সেই সাথে তাদের ঈদের মেহেদী রঙে রাঙিয়ে দেয় আপন আলোর সদস্যরা। তাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আশরাফ হোসেন, আপন আলো ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদুজ্জামান স্যার ও মোহাম্মদ মামুন উর রশিদ স্যার। এতে কোতোয়ালি থানার ওসি সকলকে বলেন, তাদের এই কাজ যেন সবসময় করা হয় এবং সকল ফাউন্ডেশনের যৌথভাবে সবার মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।তিনি আরো বলেন যেন কোনো পথশিশু এই আনন্দ থেকে যেনো বাদ পড়ে না যায় সেইজন্য চট্টগ্রামের সকল ফাউন্ডেশনকে একসাথে এইরকম ইভেন্ট সম্পন্ন করার অনুরোধ করেন। আর এতে চিকিৎসক মোহাম্মদ আসিফ বলেন, তাদেরকে কাপড় দেওয়ার সাথে সাথে যেন তাদের পড়ালেখাও নিশ্চিত করা যায় সে ব্যবস্থা করা এবং সেই সাথে ফাউন্ডেশনের উপদেষ্টাগণও সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানান এবং ফাউন্ডেশনের সকল সদস্যের একসাথে কাজ করার আহবান জানান। সবশেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনহাজুর রহমান বলেন-সবার সহযোগিতা এবং অাগ্রহ আমাদের এই ইভেন্টটি সফল করতে সহায়তা করছে। এসময় তিনি সকল সদস্যদের পাশে থাকার অনুরোধ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।