রাশেদুল ইসলাম
চট্টগ্রাম নগরীর কেয়ারী ইলিশিয়ামের হালাল কিচেনে অনুষ্ঠিত হয়ে গেল আইআইইউসি ( আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) পটিয়া কমিউনিটির ইফতার মাহফিল।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও কমিউনিটির উপদেষ্টা শাহাবুদ্দিন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আইটি অফিসার ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল করিম। আরো উপস্থিত ছিলেন, কমিউনিটির উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা জজ কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের আইনজীবী এডভোকেট রবিউল হোসেন নয়ন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মাহফিলে কমিনিউটির সার্বিক বিষয়ে আলোচনা করা হয় ও আগামী দিনের সম্ভাব্য কার্যাবলী নিয়ে উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে দিক-নির্দেশনা দেওয়া হয় ও ইফতার পরবর্তী দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।