১৯৭১ সালের ২৫শে মার্চ ছিলো তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ইতিহাসের এক বর্বরোচিত কালো অধ্যায়।
১৯৭১ সালের এই ২৫শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে এদেশের নিরীহ, নিরস্ত্র, সহজ- সরল আর খেটে খাওয়া বাঙ্গালিদের ওপর অস্ত্র সহ এক ঘৃণিত ধ্বংসযজ্ঞ চালায়।
ইতিহাসের সেই ঘৃণ্য বর্বরোচিত কালোক্ষণ হচ্ছে~ পঁচিশে মার্চের সেই কালরাত্রি ।
এহেন ঘৃণিত কালরাত্রি স্মরণ অনুষ্ঠান ” এখনো ঘাতক বিক্ষত করে সোনার বাংলাদেশ” শীর্ষক বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে অনুষ্ঠিত হবে।
তাই আগামী ২৫ শে মার্চ সন্ধ্যে সাড়ে ছয়টায় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের জামালখান চত্বরে প্রদীপ প্রজ্বলন, মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি ও কথামালার আয়োজন করা হয়েছে।
আর এ অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ সর্বসাধারণের উপস্থিতির জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।।
(প্রেস বিজ্ঞপ্তি)