প্রেস বিজ্ঞপ্তি
আগামীকাল ( ১৭ সেপ্টেম্বর) মঙলবার সন্ধ্যে সাতটায় নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র আয়োজনে দুটি দলীয় প্রযোজনার মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
এতে বোধনের বড়দের বিভাগের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে রয়েছে সোহেল আনোয়ারের পান্ডুলিপি ও নির্দেশনায় কাব্যনাট্য প্রযোজনা “কিষাণ কাব্য”।
এছাড়া ছড়াকার উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘পান্তা বুড়ির গল্প” অবলম্বনে লুৎফর রহমান রিটনের ছড়া রূপান্তরকে “পান্তা বুড়ি” প্রযোজনায় শ্রুতি নাট্যরূপ দেন সঞ্জয় পাল। এ শ্রুতি প্রযোজনায় সঞ্জয় পাল ও মিথিলা চৌধুরীর নির্দেশনায় অংশগ্রহণে থাকছে বোধনের শিশু বিভাগের শিল্পীরা।