বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে আগামীকাল ৩০ মার্চ ২০১৭ সকাল ৯:৩০ ঘটিকায় জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়শনসিংহে,“দেখো এবং আকো” সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে আর্ট ক্যাম্প অুনষ্ঠিত হবে।
৮টি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে এই ক্যাম্প পরিচালিত হবে ঢাকা,ময়মনসিংহ,চট্রগ্রাম,সিলেট,রংপুর,খুলনা,বরিশাল ও রাজশাহীতে। প্রায় একশত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরা এই আর্ট ক্যাম্পে অংগ্রহন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু একাডেমী,ময়মনসিংহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃমেহেদী জামান।