রাশেদুল ইসলাম :
বিশ্বের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সেবাধর্মী সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের সহযোগী রোটার্যাক্টের এশিয়া অঞ্চলের মিলনমেলা খ্যাত “রোটাশিয়া” এবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১শে ফেব্রুয়ারি হতে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য রোটারী আন্তর্জাতিক জেলা ৩১৭০ এর আয়োজনে ২০১৮-১৯ রোটাবর্ষের রোটাশিয়ায় বাংলাদেশ হতে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সদ্য প্রাক্তন রোটার্যাক্ট প্রতিনিধি (আইপিডিআরআর) ও রোটার্যাক্ট সাউথ এশিয়া মাল্টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অর্গানাইজেশন এর যুগ্ম সচিব রোটার্যাক্টর জিয়া উদ্দিন হায়দার শাকিলের নেতৃত্বে একটি দল অংশগ্রহণ করতে আজ রওনা দিয়েছে।
“Connecting cultures” শিরোনামে এবারের রোটাশিয়ায় অংশগ্রহণকারী এই দলের অন্যান্য সদস্যরা হলেন : রোটার্যাক্টর ফয়সাল, রোটার্যাক্টর দেবান দত্ত, রোটার্যাক্টর ওবায়েদুর রহমান, রোটার্যাক্টর সৈকত পাল, রোটার্যাক্টর ডাঃ রিফায়েত চৌধুরী, রোটার্যাক্টর রাহুল সরকার, রোটার্যাক্টর তোফাজ্জল হোসাইন, রোটার্যাক্টর শাওন পোদ্দার, রোটার্যাক্টর জোবাইদুল আলম ফরহাদ, রোটার্যাক্টর তামজিদুল আলম, রোটার্যাক্টর ইসরাত শান্তু, রোটার্যাক্টর রাকিবুল ইসলাম, রোটার্যাক্টর তামান্না আক্তার, রোটার্যাক্টর সামসুদ্দোহা, রোটার্যাক্টর কুলদীপ মালাকার।
উল্লেখ্য, সংস্কৃতি, শিক্ষা ও বন্ধুত্ব বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব, দক্ষতা এবং সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে টানা ৪দিন ব্যাপী অনুষ্ঠিতব্য নিয়মিত বার্ষিক এই আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ১৫০০ এর অধিক রোটার্যাক্টর অংশগ্রহণ করবেন। এই আয়োজনে বিভিন্ন শিক্ষা ও নেতৃত্ব বিকাশ বিষয়ক সেশন সহ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থাপন, গিনেজ বুক রেকর্ডের পাশাপাশি মনোমুগ্ধকর সব ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।