রাশেদুল ইসলাম :
“নব আনন্দে জাগো আজি নববিকিরণে” এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করেছে বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন (আইজিএমআইএস)। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় নানা কর্মসূচীর মধ্য বাংলা নববর্ষের প্রথমদিনটি উদযাপন করে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি।
পবিত্র কোরআন পাঠ ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে বর্ষবরণ আয়োজনের উদ্বোধন করেন আইজিএমআইএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এসএম জাকির হোসাইন। ১২তম ব্যাচের ওমর ফারুক আকাশ ও ১৩তম ব্যাচের আফসানা মিমির যৌথ সঞ্চালনায় এই আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একক ও দ্বৈত গান এবং আবৃত্তি, দলীয় সচেতনতামূলক নাটক, কৌতুক পরিবেশন করে।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলন, শিক্ষার্থীদের সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমকে বিকশিত ও উৎসাহ প্রদান এবং একই সাথে সকলের মাঝে সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় মূল্যবোধ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠার প্রথম থেকেই এমন সাংস্কৃতিক এবং মিলনমেলার আয়োজন করে আসছে আইজিএমআইএস কর্তৃপক্ষ।