রাশেদুল ইসলাম :
বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ গ্লোবাল মম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) এর ১৩তম ব্যাচ তথা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টশন সম্পন্ন হয়েছে।
আজ ১৭ই জানুয়ারি, বৃহস্পতিবার উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী শুভ চক্রবর্তী ও সাফা মারওয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে কুরআন এবং শ্রীমদ্ভব গীতা পাঠ ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ওরিয়েন্টশন অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে মাইডাস ফাইন্যান্স, চট্টগ্রাম শাখার প্রধান ও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক রোটারীয়ান রহিম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিএমআইএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এসএম জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক পুষ্প কান্তি বড়ুয়া, সহকারী প্রভাষক মোঃ ইমরান হোসেন, সাইফুল আলম শিপলু ও প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিনিধি মাহফুজুল আনোয়ার।
নতুনদের স্বাগত জানিয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠানে ৯ম ব্যাচের মিথিলা দাশ, ১০ম ব্যাচের নাজমুল হাসান, ১১তম ব্যাচের মোহাম্মদ তানভীর হোসাইন, ১২তম ব্যাচের কানিজা মালেক শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা ডেয়ার গেইম, দেশাত্মবোধক গান, দলীয় নাটক ও একক সংগীত পরিবেশন করা হয় যা ওরিয়েন্টশনে ভিন্ন মাত্রা যোগ করে।