রাশেদুল ইসলামঃ
শিক্ষার্থীদের দক্ষ,যোগ্য ও যুগোপযোগী জনশক্তি হিসেবে গড়ে তুলতে বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) কর্তৃক গত ১০ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো সিভি রাইটিং বিষয়ক কর্মশালা।
আইজিএমআইএস স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “ওয়ার্কশপ অন জব এপ্লিকেশন এন্ড সিভি রাইটিং” শিরোনামের এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিএমআইএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জাকির হোসাইন।
তিনি শিক্ষার্থীদের নিজেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের যোগ্যতা প্রমাণের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত ও দীক্ষিত হয়ে উঠার ব্যাপারে জোর তাগিদ দেন।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি বিএসআরএম’র হিউম্যান রিসোর্স (এইচআর) ট্রেইনার মোহাম্মদ আসাদুজ্জামান। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।