মেহেদীে হাসান
মুক্তাগাছা
১৯১৮ সালে প্রতিষ্ঠিত আমোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ বছরেও কোন উন্নয়ন হয়নি। এ বিদ্যালয় টি মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজারী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এ অবস্থিত।
একটি মাত্র ভবনে, ৩ টি ক্লাস রুমে, দুই শিফট এ ২৫ বছর ধরে কষ্টের মধ্যে ক্লাস করছে ছাত্র-ছাত্রীরা, সরকারী অনুদানে অনেক প্রাথমিক বিদ্যালয়ে একটি করে নতুন ভবন নির্মাণ করা হলেও আমোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মান করা হয়নি। সকল বিদ্যালয়ে উন্নয়ন এর ছোয়া লাগলেও এই বিদ্যালয়ে তা লাগে নি।
এই পতিষ্ঠানে দ্রুত ভবন নির্মাণ করা প্রয়োজন,পুরাতন ভবনটি অনেকদিনের হওয়ায় ঝুকির মধ্যে আছে।তাই মুক্তাগাছার প্রশাষণের দৃষ্টিআকর্ষন করছি। দ্রুত এই বিদ্যালয়ে উন্নয়ন এবং নতুন ভবন নির্মান করার জন্য।