হাসান আল সাকিব,বিশেষ প্রতিনিধি
প্রবাদে আছে মানুষ মানুষের জন্য।মানুষের প্রতি মানুষের একটু সহানুভূতি কারও নিকট হতে পারে অমূল্য সুখ। আর তাই তো “স্বপ্ন গড়ি এ্যাসোসিয়েশন ” প্রথম বারের মতো নিয়েছে ব্যাতিক্রম এক উদ্যোগ। আগামী পহেলা বৈশাখে আপনার কেনা টি-শার্টই হাসি ফুটাতে পারে পথ শিশুদের মাঝে। কারো কাছে অনুদান না নিয়ে টি-শার্ট বিক্রির ৫০% টাকা দিয়ে পথশিশুদের জন্য বৈশাখে পান্তাভাত ও ঘুডি উৎসবের আয়োজন করার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন গড়ি এ্যাসোসিয়েশন।
কারো যদি পথশিশুদের বৈশাখ উদযাপন অনুষ্ঠানে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে এক বা একাধিক টি-শার্ট কিনে সাহায্য করুন। আপনার কেনা টি-শার্টের ৫০% যাবে তাদের বৈশাখ উদযাপন এর খাতায়। তাদের মুখের হাসির কারণ হবে আপনার টি-শার্ট এর টাকা। প্রতি বৈশাখী টি-শার্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০/ টাকা।আর এই টাকার ৫০% পথশিশুদের জন্য ব্যয় করা হবে।
টি-শার্ট অর্ডার করতে ফোন করুন- আক্তারুল করিম রুবেল01738538629,আসিফ- 01723845992,রাতুল-01701301609।
একটি বার্তা লিখুন…