মো: হামজার রহমান শামীম
বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, মাদারগঞ্জ উপজেলার ব্যবস্থাপনায় ৪ এপ্রিল ২০১৮ তারিখে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ, মাদারগঞ্জে ২১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সে ৪৭ জন প্রশিক্ষণার্থী ৫টি উপদলে ভাগ হয়ে অংশগ্রহন করে। পাখীর নামে উপদলের নামকরণ করা হয়। ২১তম কোর্সের কোর্স লিডার হিসেবে স্কাউটার আবুল হোসেন, এএলটি, স্টাফ হিসেবে স্কাউটার জামাল উদ্দিন আকন্দ, এলটি, স্কাউটার মো: হামজার রহমান শামীম, উডব্যাজার, স্কাউটার নাছরীন নেছা, উডব্যাজার, স্কাউটার আবদুর নুর, উডব্যাজার দায়িত্ব পালন করেন।
কোর্সের উদ্বোধন অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদারগঞ্জ জনাব মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। প্রধান অতিথি বলেন-একটি সুশৃংখল জাতি তৈরিতে স্কাউট আন্দোলন বলিষ্ট ভুমিকা রাখতে পারে। এ আন্দোলনে নিজেকে তৈরি করার সুযোগ রয়েছে। মাদারগঞ্জ উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা করার জন্য সকল সহযোগিতা করার আশ^াস দেন।
প্রথমে ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কোর্স লিডার মো: আবুল হোসেন। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভুমি নিয়ে আলোচনা করেন আঞ্চলিক সম্পাদক জামাল উদ্দিন আকন্দ। আন্দোলনের সাংগঠনিক কাঠামো নিয়েও কথা বলেন স্কাউটার আবুল হোসেন। স্কাউটের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস, জামালপুরের এর সহকারী পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম। বিভিন্ন শাখার প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক। প্যাক, ট্রুপ মিটিং নিয়ে আলোচনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম, স্কাউটার মো: আব্দুর নুর, স্কাউটার নাছরিন নেসা। সর্বশেষে সমাপনী অনুষ্টানে কোর্স লিডার ও স্টাফগণ কর্তৃক অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদান করা হয়। ১ মাস পরে বেসিক কোর্সে অংশগ্রহনের আহবান জানিয়ে কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়।