রাশেদুল ইসলাম
“Help people,save humanity” এই স্লোগানে গত ৯ই ফেব্রুয়ারী হয়ে গেলো বন্দরনগরী চট্টগ্রামের উত্তর শুলকবহরস্থ আবাসিক এলাকা এশিয়ান হাউজিং সোসাইটি ভিত্তিক সামাজিক সংগঠন ইয়ং জেনারেশন অফ চিটাগাং’র ২য় বর্ষপূর্তি উদযাপন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান আই-বিটস টেকনোলোজিস’র সহযোগিতায় সংগঠনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ মাসুম। সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ শাকিল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোসাইটির বিশিষ্ট প্রবাসী মোঃ কামাল হোসেন ও স্থায়ী নিবাসী মোঃ খোরশেদ আলম। এছাড়াও সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এলাকাভিত্তিক এই সংগঠন ২০১৬ সালের ৯ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ৭৫ জন সদস্যদের নিয়ে বিগত দুই বছর ধরে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী,গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র এবং ইফতার-ঈদ সামগ্রী বিতরণ,ইফতার মাহফিল,পথশিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ,ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন করে আসছে।