আনিস মিয়া
ময়মনিসংহের শেরপুর এ ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উক্ত ঘটনাটি নালিতাবাড়ী উপজেলার বোনাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সায়ান (৪) নামের এক ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নালিতাবাড়ী উপজেলার বোনারপাড়া গ্রামের বারমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু সামার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবা আবু সামা কৃষিকাজ করতে মাঠে যাওয়ার সময় ছেলে সায়ানকে তার সাথে নিয়ে গিয়ে ভগ্নিপতি আব্দুল হামিদের বাড়িতে রেখে যায়। ওই সময় খেলতে খেলতে সায়ান নিখোঁজ হলে তার ফুফু খোঁজাখুজির এক পর্যায়ে চিৎকার শুরু করে। পরে এক প্রতিবেশি বাড়ির পাশের পুকুরের পানির নিচ থেকে সায়ানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।