প্রেসবিজ্ঞপ্তি
আন্তর্জাতিক সেবাসংগঠন লায়ন্স ক্লাব কর্নফুলী’র স্পন্সর ক্লাব লিও ক্লাব অব চিটাগাং কর্নফুলী উদ্যোগে গত ১লা জুন, ২০১৯ তারিখে নগরীর বি.আর.টি.সি সংলগ্ন অপরাজেয় বাংলায়-তে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন – কর্ণফুলি লায়ন্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ মুসা,প্রাক্তন সভাপতি লায়ন আলাউদ্দিন এবং লিও এডভাইজার লায়ন ইকরামুল হক ভুঁইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন-প্রাক্তন ইয়ুথ এক্সচেন্জ ও জেলা সভাপতি এবং লিও ক্লাব কর্ণফুলী ডিরেক্টর লায়ন আনিসুল হক চৌধুরী,প্রাক্তন লিও জেলা সভাপতি ও লায়ন্স ক্লাব কর্নফুলীর ভাইস প্রেসিডেন্ট ও ক্লাব ডিরেক্টর লায়ন হেলাল উদ্দিন,লিও জেলা ৩১৫বি৪ এর নব নির্বাচিত সভাপতি লিও শাহারিয়ার ইকবাল, লিও জেলা প্রাক্তন সচিব ও ক্লাব ডিরেক্টর লায়ন বিদেশ বড়ুয়া।আরো উপস্থিত ছিলেন সভাপতি ইলেক্ট লিও ডালিয়া বড়ুয়া,সেক্রেটারি লিও জাফর,ট্রেজারার লিও তানভীর, ভাইস প্রেসিডেন্ট লিও ইব্রাহিম ও লিও রাফিউল হাসনাত,ম্যাম্বারশিপ গ্রোথ চেয়ারম্যান লিও অন্তু ,লিও দ্যুলক, লিও প্রসুন সহ কর্ণফুলি ক্লাবের অন্যান্য লিওবৃন্দ।